আস-সালামু আলাইকুম, আমাদের পরিবারের সকল জমি (নিজ গ্রাম এবং চর এলাকায়) বর্গাচাষী চাষ করেন। নিজ গ্রামের জমির ফসল অর্ধেক দিবেন হিসেবে বর্গা দেওয়া। যদিও ফসল ভাগ করার জন্য আমাদের যাওয়া সম্ভব হয় না। ফসল উঠানো পর বর্গাচাষী ভাগ করে আমাদের গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়ে থাকেন। চর অঞ্চলের জমির ফসলের ভাগ নিদিষ্ট করে দেওয়া (উদাহরণ ৫০ মণ দিতে হবে)। কিন্তু বর্গাচাষী ফসলের ভাগ দেওয়ার সময় কম দিয়ে থাকেন। আমরা ও এতে আপত্তি করি না। উল্লেখ্য যে চর অঞ্চলের বর্গাচাষী তার নিজ দায়িত্বে ফসল বিক্রি করে আমাদের কে টাকা দিয়ে থাকেন। আরো উল্লেখ্য যে গ্রামের জমির মত অর্ধেক দিবেন হিসেবে বর্গা দেওয়া হলে ফসল অনেক কম দিয়ে থাকেন এবং ফসল কাটার সময় এবং ফসল সংগ্রহ করার সময় বার বার যেতে হয়, যাহা আমাদের জন্য অনেক কঠিন কাজ। আমার প্রশ্ন
১। আমরা নিয়মিত সম্পদের (নগদ টাকা, স্বর্ণ, ব্যাংক জমা টাকা,চর অঞ্চলের জমির ফসলের বিক্রি টাকা ) হিসাব করে যাকাত দিয়ে থাকি। আমরা কি এই যাকাত দেওয়ার পর চর অঞ্চলের জমির ফসলের আলাদা যাকাত দিতে হবে?
২। গ্রামের ফসলের ১০ মণে ১ মণ যাকাত হিসেবে দিয়ে দেওয়া হয়। এই হিসাব কি ঠিক আছে?
৩। চর অঞ্চলের জমির বা গ্রামের জমির বর্গা দেওয়া নিয়ম ঠিক আছে কি?
৪। সম্পদের যাকাত এবং ফসলের যাকাত কি আলাদা হিসেব করতে হয়? বিস্তারিত জানাবেন দয়া করে।