আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6415

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 23 আগস্ট 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। আমার প্রশ্ন আপনার কাছে বা জানার ইচ্ছা, আমার বড় ভাই দীর্ঘদিন প্রবাস জীবন পালন করে। ২০১০ সালে তাকে পারিবারিক ভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয়।বিয়ের পর তিনি কিছু দিন দেশে থেকে চলে যান। ২ বছর পর আবার দেশে আসেন এর মাঝে ওনার একটা কন্যা সন্তান জন্মগ্রহন করে।
২০১২ সালে আমার বড় ভাই আবার দেশে আসেন এবার ও কিছুদিন ছুটি কাটিয়ে চলে যান পরে তার একটি ছেলে সন্তান জন্ম গ্রহন করে।কিন্তু এবার তার প্রবাস জীবনে চাকরি জনিত সমস্যা তৈরি হয় যার কারনে প্রায় সাত বছর দেশে আসতে পারে নাই। এর মাঝে ওনার সহর্ধমীনি আমার আপন ছোট বোনের ছেলের সাথে পরকীয়া জড়িয়ে পরে এবং আমার বড় বোন আর ভগ্নীপতির হাতে ওনাদের বাসায় ধরা খায়। বিষয়টি আমার বোন আমার বড় ভাইকে না জানিয়ে আমার বড় বোন আর ভগ্নীপতি আমার ভাবি কে আর আমার ভাগিনাকে শাসন করে বিষয়টি চেপে যান কিন্তু আমার ভাবি এরপরেও পরকিয়া সর্ম্পক চালিয়ে যায় গোপনে।
কিন্তু সে আবার আমার পরিবারের সদ্যসের হাতে ধরা খায়। এবার বিষিয় টি নিয়ে গভির ভাবে নেওয়া হয় এবং আমার বড় ভাই কে বিদেশ থেকে একেবারে নিয়ে আসা হয় এবং ওনার সামনে উপস্থাপন করা হয় কিন্তু সামাজিক লজ্জার ভয়ে বিষয়টি আমার বড় ভাইয়ের শশুর বাড়ির কাউকে জানানো হয় নি। কিন্তু দুজনেকেই মারধর করা হয় এবং শেষবারের মত শাসিয়ে ছেড়ো দেওয়া হয়।
এরপর পরিবারের মধ্যে যে সুসর্ম্পক ছিল তার কিছুটা ব্যগাত ঘটে। এরপর আমার ভাবি আমার বর ভাইয়ের কানে আমার পরিবারের অন্যান্য সদস্য যেমন আমার স্ত্রী, আমার বড় বনের ছোট মেয়ে কে নিয়ে, আমার ছোট ভগ্নিপতি কে নিয়ে বিভিন্ন বাজে মন্তব্য এবং তাদের ও নাকি পরকীয়া বা প্রেমের সর্ম্পক আছে বলতে থাকে এবং আমার ছোট ভগ্নিপতি নাকি তাকে কুপ্রস্তাব দিছে এসব বলে পরিবারের মধ্যে এক টা অশান্তি তৈরি করে রেখেছে এবং আমার বড় ভাই তার বউ এর কথায় সহমত প্রকাশ করে পরিবারের সকল সদ্যসের সাথে তর্কে জরিয়ে একপ্রকার সর্ম্পকে ছিন্ন করে রেখেছে।
এতে করে পারিবারিক যে সর্ম্পক বজায়য় রাখার যে কথা ইসলাম আমাদের শিক্ষা দেয় তা বজায় রাখা অনেকটা দুরহ হয়ে পরেছে। এখন আমার বা আমাদের করনীয় কী?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। তাদের প্রতি হৃদয়ে কোন হিংসা আপনারা রাখবেন না। তবে তাদের অনিষ্ঠতা থেকে রক্ষা পেতে দূরত্ব বজায় রেখে আপনাদের চলতে হবে। তারা যেন আপনাদের কোন ক্ষতি করতে না পারে সেভাবে চলতে হবে। ভাইয়ের সাথে প্রয়োজনীয় কথা বার্তা বলবেন, যোগাযোগ রাখবেন। তারা আপনাদের নিয়ে যা কিছু বলুক না কেন, আপনারা তাদের নিয়ে কোন গীবত করবেন না। অশান্তি আরো বেশী হবে, এমন কাজ করবেন না।