আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6413

বিবাহ-তালাক

প্রকাশকাল: 21 আগস্ট 2023

প্রশ্ন

শারীরিক সম্পর্ক না হলে কি কাবিন এর পুরা অর্থ দিতে হবে।

উত্তর

যদি এমন নির্জন স্থানে স্বামী-স্ত্রী অবস্থান করে যেখান শারীরিক সম্পর্ক হওয়া সম্ভব, তাহলে কাবিন তথা মোহরের পুরো অর্থ দিতে হবে। যেমন বন্ধো ঘরে তাদের অবস্থান করা। এক্ষেত্রে পুরো মোহর দিতে হবে।