আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6397

অর্থনৈতিক

প্রকাশকাল: 5 আগস্ট 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম, আমি যখন university তে পড়তাম সেখানে কেউ ভালো রেজাল্ট করলে কিছু পরিমান ভাতা দিতো কিন্ত তার জন্য বাবার আয়ের উৎসের কাগজ দেখতে চাইতো। আমি সেখানে বাবার ব্যবসা কৃষিক দেখিয়েছি কিন্তু বাবা থাকেন প্রবাসে এবং এই বিষয়ে শিক্ষক জনতেন। এখন সে টাকা কি আমার জন্য হারাম হয়েছে, যদি হয়ে থাকে তা কি আমাকে প্রতিষ্ঠান কে ফেরত দিতে হবে।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। প্রবাসে থাকা সাধারণ শ্রমিক আর কৃষি কাজ একই শ্রেণীভূক্ত বলা য়ায়। সুতরাং আশা করি সমস্যা হবে না।