আস-সালামু আলাইকুম, আমি একটা জটিল মাসআলা নিয়ে ভুক্তভোগী। যদি হক্কানি কোন আলেম এর থেকে এর উত্তর পেতাম তাহলে উপকৃত হতাম। আমি পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট এর সিভিল ডিপার্টমেন্টের ছাত্র। আমাদের প্রতি সেমিস্টার শেষে কিছু টাকা দেয়। কেউ পাশ করলে তাকে উক্ত সেমিস্টারের জন্য ৪০০০ অর্থ সহযোগিতা দেওয়া হয়। এটা একটা ভাতা সিস্টেম। কেউ অনুত্তীর্ণ হলে তা পায় না। আমার প্রশ্ন হচ্ছে আমি ৪র্থ সেমিস্টারে পরিক্ষা দিয়েছি অন্য একজন ছাত্রের খাতা দেখে (আল্লাহুম্মাগফিরলি) এবং পরিক্ষায় উত্তির্ন হয়েছি। আজকে আমার অ্যাকাউন্টে ৪০০০ ভাতা এসেছে। এই টাকা গ্রহন করা আমার জন্য জায়েজ হবে কিনা? আর যদি জায়েজ না হয় তাহলে এই টাকা কোথায় খরচ করব, সদাকা করে দিলে সওয়াব পাব কিনা?