আমি একজন ছাত্র। আমার কাছে এক বছর আগে ৮০ হাজার টাকার মত ছিল। পরবর্তীতে আমি তার পুরোটাই এবং সাথে আরো ২০০০০ টাকা ধার করে মোট এক লক্ষ টাকা ব্যবসায়িক উদ্দেশ্যে স্বর্ণ কেনার জন্য ব্যয় করি। এরপর আমার কাছে জমানো কোনো টাকা ছিল না। গত প্রায় এক মাস আগে এই স্বর্ণ বিক্রি করে আলহামদুলিল্লাহ ১ লক্ষ ১৭ হাজার ৫০০ টাকা আয় করি। আরো কিছু টাকা এই মাসে ব্যাংকে রাখায় তা ১ লক্ষ ৩০ হাজারের কাছাকাছি হয়। আমার কি যাকাত আসবে? যদি আসে তা কত টাকার ওপর আসবে?