আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6369

যিকির দুআ আমল

প্রকাশকাল: 8 জুলাই 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। আমার বাবা মারা গেছেন এক বছর হলো। আমার কোন ভাই নেই। বাবা না থাকলেও রিজিকের মালিক আল্লাহ আমাদের কোন কিছুর অভাব রাখেন নি আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের এই ভালোভাবে চলাটা আমার বাড়ির অনেকেই সহ্য করতে পারেন না। সবসময় আমাদেরকে ঝামেলায় ফেলতে চেষ্টা করেন, দেখা হলেই খুচিয়ে খুচিয়ে কথা বলেন। প্রতিউত্তরে আমরা কিছুই বলি না। তবে আমাদের খুবই কষ্ট হয়, অন্তরটা ধুমড়ে মুচড়ে যায়। আমদের অভিভাবক কেউ নেই বলে আমাদের সাথে খারাপ ব্যবহার করতে দুইবার ভাবেন না। কোন আমল করলে বা আল্লাহর কাছে কিভাবে সাহায্য চাইলে আল্লাহ আমাদের এই কষ্ট এবং ঝামেলা থেকে হেফাজত করবেন? দয়া করে জানাবেন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। মন খারাপ করবেন না। এই কষ্ট সহ্যের কারণে অবশ্যই আল্লাহ তায়ালা আপনাদের উত্তম বদলা দান করবেন। সূরা ইখলাস, ফালাক ও নাস সকাল-সন্ধ্যা তিন বার করে পাঠ করবেন। সকাল-সন্ধ্যার অন্যান্য জিকিরগুলো নিয়মিত পাঠ করবেন। যারা কষ্ট দেয় সম্ভব হলে তাদেরকে এড়িয়ে চলবেন।