আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6360

যাকাত

প্রকাশকাল: 29 জুন 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। আমার বিয়ের ৯ভরি গোল্ডের গহনা আমি গত বছর ২০২২ সালের অগাস্ট মাসে ৬লক্ষ টাকায় বিক্রি করি। সেই টাকার কিছু অংশ দিয়ে আমি উমরা হজ করেছি। বাকি টাকার উপরে আমি কি এখন জাকাত দিবো? আমার টাকার ১বছর হয়নি এখনো।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, যাকাত দিতে হবে। কারণ ১ বছর পূর্বে ৯ ভরি স্বর্ণ থাকার কারণে আপনি যাকাতের নিসাবের মালিক ছিলেন। নেসাবের মালিক হওয়ার এক বছর পর যাকাতযোগ্য সকল সম্পদের যাকাত দিতে হবে।