আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6355

গুনাহ

প্রকাশকাল: 24 জুন 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম, আমি একটি পর্দাশিল মহিলার নামে অনেক কুৎসা রটনা করেছিলাম এবং অনেক অপবাদ দিয়েছিলাম, সেই নারী অবশ্য জানতে পারে নি যে এই কাজ টি আমার দ্বারা হয়েছে, আমি বিষয় টি নিয়ে অনুতপ্ত অনেক, আমি অনুতপ্ত হওয়ার পর থেকে আমি সকল অনৈতিক কাজ যেমন (বেগানা নারীদের নিয়ে খারাপ চিন্তা, তাদের দিকে কু-দৃষ্টিতে তাকানো, খারাপ ফিলিম দেখা) সব ছেড়ে খালিছ অন্তরে তাওবা করেছি এবং সব কিছু ছেড়ে দিয়েছি। কিন্তু আমি আমার মনে শান্তি পাচ্ছি না, এর মাঝে কুরআনের অর্থসহ পড়ার সময় সুরাহ আননুর এর ২৩ নম্বর আয়াত এর অনুবাদ পড়ার পর থেকে আমার অন্তর এ আরো অশান্তি হয়ে গিয়েছে, আমি যে নিজেকে মাফ করতে পারতেছি না, ওই মহিলার কাছ থেকে মাফ চাওয়ার মত আমার অবস্থা নাই, আমি কি করবো বুঝতে পারছি না, নিজেরে কিভাবে এই ঘোর অন্যায় থেকে পরিত্রান পাবো? আমাকে সাহায্য করুন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। অন্যায় যার সাথে করেছেন তার কাছে ক্ষমা চাওয়া ছাড়া বিকল্প কিছু নেই। সুতরাং যে কোনভাবে তার কাছ ক্ষমা চেয়ে নিন।