আস-সালামু আলাইকুম, আমাদের যাকাতের সমস্ত টাকা দিয়ে যদি আমার এক আত্মীয় কে চিকিৎসা করানোর ব্যবস্থা করে দি তাহলে কি আমাদের যাকাত আদায় হবে? এবং, উনি কি তা গ্রহন করতে পারবে? (তাদের চলার মত অর্থ আছে কিন্তু চিকিৎসা করানোর সমর্থ নেই)
উত্তর
ওয়া আলাইকুমুস সালাম। সেই আত্মীয় যদি শরীয়াহ যাকাত নেয়ার যোগ্য হয় তাহলে তাকে যাকাতের টাকা দিয়ে চিকিৎসা করানো যাবে।