আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6345

যাকাত

প্রকাশকাল: 14 জুন 2023

প্রশ্ন

হজ্জের উদ্দেশ্যে সঞ্চিত অর্থের (প্রায় ৮ লক্ষ টাকার) উপর যাকাত আসবে কি?

উত্তর

জ্বী, যদি ১ বছর ধরে এই টাকা আপনার কাছে থেকে তাহলে তার যাকাত দিতে হবে। পুরো টাকা ১ বছর থাকা জরুরী নয়। যাকাতের নেসাবের মালিক হওয়ার ১ বছর পর যত টাকা থাকে তার সবটুকুর যাকাত দিতে হবে।