As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6340

অর্থনৈতিক

প্রকাশকাল: 9 জুন 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম, কেউ যদি সরকারি অর্পিত সম্পত্তি জাল দলিল তৈরী করে অসদুপায় অবলম্বন করে ভূমি অফিসের মাধ্যমে নিজের নামে করে নেয় তাহলে তার পরিনতি কি হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। সরকারী সম্পত্তি অন্যায়ভাবে নেয়ার শাস্তি জাহান্নাعَن عُمَرَ بنِ الخَطَّابِ قَالَ : لَمَّا كَانَ يَوْمُ خَيبَر أقْبَلَ نَفَرٌ مِنْ أصْحَابِ النَّبيِّ ﷺ فقَالُوا : فُلاَنٌ شَهِيدٌ وفُلانٌ شَهِيدٌ حَتّٰـى مَرُّوا عَلَى رَجُلٍ فقالوا : فُلانٌ شَهِيدٌ فَقَالَ النَّبيُّ ﷺكَلاَّ، إنِّي رَأيْتُهُ في النَّار في بُرْدَةٍ غَلَّهَا أَوْ عَبَاءة  উমার ইবনে খাত্ত্বাব (রাঃ) বলেন, যখন খাইবারের যুদ্ধ হল, তখন রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কিছু সাহাবী এসে বললেন, অমুক অমুক শহীদ হয়েছে। অতঃপর তাঁরা একটি লোকের পাশ দিয়ে অতিক্রম করলেন এবং বললেন, অমুক শহীদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ’’কখনোই না। সে (গনীমতের) মাল থেকে একটি চাদর অথবা আংরাখা (বুকখোলা লম্বা ও ঢিলা জামা) চুরি করেছিল, সে জন্য আমি তাকে জাহান্নামে দেখলাম। সহীহ মুসলিম, হাদীস নং ৩২৩ । জমি দখলের বিষয়ে নীচের হাদীসটি লক্ষ্য করুন: عَن عَائِشَةَ رَضِيَ الله عَنهَا : أَنَّ رَسُوْلَ الله ﷺ قَالَ مَنْ ظَلَمَ قَيدَ شِبْرٍ مِنَ الأرْضِ طُوِّقَهُ مِنْ سَبْعِ أرَضِينَ আয়েশা (রাঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ’’যে ব্যক্তি কারো জমি এক বিঘত পরিমাণ অন্যায়ভাবে দখল ক’রে নেবে, (কিয়ামতের দিন) সাত স্তর যমীনকে (বেড়িস্বরূপ) তার গলায় লটকে দেওয়া হবে। সহীহ বুখারী, হাদীস নং ২৩২১।