আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6338

ফিতরা

প্রকাশকাল: 7 জুন 2023

প্রশ্ন

চাল-আটা দিয়ে ভিতরা কিভাবে আদায় করব? কি পরিমাণ দিয়ে আদায় করব? আর টাকা দিয়ে আদায় করলে কিভাবে আদায় কর? কি পরিমান টাকা দিয়ে আদায় করব?

উত্তর

চাল এক সা পরিমাণ দিতে হবে। ১ সা. তিন কজি তিনশো গ্রামের মত। সুতরাং ১টা ফিতরার জন্য এক কেজি তিনশো গ্রাম চাল দিতে হবে। আর আটা দিলে অর্ধ সা পরিমাণ দিলেও হবে। অর্থাৎ ১ কেজি ৬৫০ গ্রাম আটা দিলেও ফিতরা অদায়া হবে। টাকা দিয়ে আদায় করলে কমপক্ষে অর্ধ সা অর্থাৎ ১ কেজি ৬৫০ গ্রাম আটার টাকা দিতে হবে, যা ২০২৩ সালে ১১৫ টাকা নির্ধারণ করেছে সরকার।