প্র
শ্ন ১. আমি ৩-৪ বছর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত একটি বেসরকারি কলেজ থেকে না বলে ঘুনে ধরা নড়বড়ে একটি বেঞ্চ নিজে প্রাইভেট পড়ানোর জন্য আনি। ব্যবহারের সুবিধার জন্য বেঞ্চের বসার অংশ ও বই রাখার অংশ ছুটিয়ে ফেলি। এখন কিভাবে এর দায় থেকে মুক্ত হবো? (আমি এই কলেজেই পড়তাম)
প্রশ্ন ২. ৫-৬ বছর আগের কথা আমি অনার্সে যেই ডিপার্টমেন্টে পড়তাম সেই ডিপার্টমেন্টের এক টিচারের কাছে নাম লিখে দুই- তিনটা বই পড়ার জন্য নেই কিন্তু তা বিক্রি করে ফেলি। আর না বলে নেই আরো দুইটা কি তিনটা বই। তাও দেওয়া হয়নি। বইগুলোর নামও আমার পুরো মনে নেই।কিভাবে এই দায় থেকে মুক্ত হবো? নোটঃ১/ যেই বইগুলো খাতায় নাম লিখে নিয়েছি তা যদি পুরনো খাতা থেকে বের করে বইয়ের নাম ও সংখ্যা জানতে পারি তাহলে কি করব? আর সেটা সম্ভব না হলে তাহলে কি করব? নোটঃ ২/ আর যে বইগুলো না বলে নিয়েছি তার সঠিক নাম ও সংখ্যা না মনে করতে পারলে তা থেকে কিভাবে দায়মুক্ত হবো?