আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6331

বিবিধ

প্রকাশকাল: 31 মে 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা হলে থাকি। আমাদের রুমে ১০জন একসঙ্গে থাকি। মাঝে মাঝেই রুমে ২০০-৫০০টাকা পাওয়া যায়, যেটা কার কাছ থেকে হারিয়েছে কেউ বলতে পারে না। তখন টাকাটা সাধারণত রুমের সবার জন্য কোনো একটা কাজে লাগানো হয়। এবারও কিছু টাকা পাওয়া গেছে। সবার কাছে জিজ্ঞাসা করা হলেও কেউ টাকার পরিমাণ বা কোনো সদুত্তর দিতে পারিনি এবং সঠিকভাবে বলতে পারিনি যে তার টাকা হারিয়েছে কি না। বরাবরের মতোই রুমের সবার কাজে লাগানোর কথা বললে যে টাকাটা পেয়েছে সে বলছে এটা এতিমের হক। যেখানে আমরা নিজেরাই সংকটে দিন কাটাই। সবাই বলছে এটা তো আমাদেরই কারো টাকা। আমরা সবাই যদি এটি রুমের কাজে লাগাতে চাই, তাহলে সমস্যা কোথায়? কিন্তু তার ভাষ্যমতে টাকাটা বাইরের কারোও হতে পারে। কিন্তু, টাকা হারানোর ঠিক আগের ২-১দিনে ২জন আসছে রুমে। তারা নিশ্চিত করেছে যে টাকাটা তাদের না। এখন আপনাদের কাছে আমাদের প্রশ্ন, কোরআন হাদীসের দৃষ্টিকোণ থেকে এই টাকাটা আমাদের সবার প্রয়োজনীয় কোনো জিনিস কেনার কাজে ব্যবহার করতে পারবো কি না?

উত্তর

ওয়া আলাইকুমুস সালমা। জ্বী, যদি এই টাকা আপনাদের কারও হয় এই ব্যাপারে মোটামুটি নিশ্চিত হন, তাহলে এই টাকা দিয়ে সবার ঐক্যমতে সবার যৌথ কোন প্রয়োজনীয় জিনিস কিনতে পারেন। যার টাকা তার পক্ষ থেতে এটা দান হিসেবে গণ্য হবে। এমনকি সবার ঐক্যমতে অন্য যে কোন কাজও করতে পারেন। যেমন, বাইরের কোন অসহায় মানুষকেও উক্ত টাকা দিতেও পারেন।