যদি গল্প-উপন্যাস ভালো কোন বিষয়কে কেন্দ্র করে লেখা হয় কিন্তু তাতে কিছু হারাম কথাও থাকে কোন চরিত্রকে ফুটিয়ে তোলা হয় যেমন কোন চরিত্র সুদ খাচ্ছে, ধূমপান করছে ইত্যাদি হারাম ও সাংঘর্ষিক কিছু বিষয় কিন্তু মূল রচনাটি এগুলোকে প্রমোট করে না বরং তা ভালো কোন বিষয় নিয়ে লেখা। এখন এসব হারামকে চিহ্নিত করে তা যদি ঘৃণা করি তা উপেক্ষা করে ভালো বিষয়টি জানার উদ্দেশ্যে পড়ি তবে কি তা হারাম হবে। উপন্যাসে এমন কিছু পরিবেশ পরিস্থিতে সংলাপে বিশেষ কোন জ্ঞান পাওয়া যায় যা হয়ত সাধারণ ভাবে সাজানো গোছানো ভাবে পাওয়া যায় না শব্দশৈলী,বাচন ভঙ্গি শিক্ষা ইত্যাদি ভালোটুকু গ্রহণ আর খারাপটুকু বর্জন করে কি গল্প উপন্যাস পড়তে পারি?