আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6325

রমযান

প্রকাশকাল: 25 মে 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। আমি একজন আলেমের আলোচনা শুনেছি সেই আলোচনায় তিনি বলেন যে আরবী এগারো মাসের নাম আরবরা রেখেছেন। আর রমজান মাসের নাম স্বয়ং আল্লাহ নিজে রেখেছেন। কথাটি কি ঠিক?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। কুরআনে রমাজান মাসের নাম আছে। কিন্তু এই মাসের নাম আল্লাহ রেখেছেন এরকম কোন নির্ভরযোগ্য তথ্য নেই।