আস-সালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আমার প্রশ্ন হল বর্তমানে অনেক লোক বের হয়েছে, গ্রামে বা শহরে কিছু মানুষ অনেক মাদ্রাসা থেকে মাসিক {১০০০টাকা -২০০০টাকা} চুক্তিতে কিছু রশিদ বই ভাড়া নেই । পরে তারা ২জন অথবা ৩জন মিলে একেক দিন একেক গ্রামে বা শহরে গিয়ে ঐ মাদ্রাসার বিভিন্ন সমস্যার কথা বলে টাকা কালেকশন করে {বেশির ভাগই বলে যে এতিম দের খাবারের জন্য এবং জামা কাপড়ের জন্য} ১০০-৫০০-১০০০-২০০০-৫০০০ টাকা একেকজনের কাছ থেকে নেয়। দিন শেষে দেখা যায় ৮০০০-১০০০০ টাকার মতো হয় প্রতিদিন {কোন কোন দিন কম বেশি ও} হয় । অতঃপর ওই ২ জন/৩জনে এই টাকা সমান ভাগ করে নিয়ে যায় । মাস শেষে তারা সবাই মিলে মাদ্রাসায় ১০০০-২০০০ টাকা দিয়ে আসে । এদের ব্যপারে ইসলাম কি বলে একটু জানতে চাই এবং আপনাদের মাধ্যমে মানুষকে সচেতন করতে চায় । আশা করি আমআকে উত্তর জানিয়ে সহযোগিতা করবেন ইনশা আল্লাহ ।