আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6312

আকীকা

প্রকাশকাল: 12 মে 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। ছোট বেলায় আমার আকিকা দেয়া হয়নি। এখন আমি নিজে আমার আকিকা দিতে চাই। কিন্তু সমস্যা হলো আমি দেশের বাইরে থাকি এবং আমার পরিবার/আত্নীয়দের মধ্যে এমন কেউ নেই যাকে আমি টাকা পাঠালে তারা দায়িত্ব নিয়ে কাজটি করবে। এক্ষেত্রে আমি চাচ্ছি কোনো এতিমখানায় আমার আকিকার পশু দিতে, হয়তো আমার কোনো বন্ধু উপস্থিত থেকে কাজটা সম্পন্ন করবে। এভাবে আকিকা দেয়া জায়েজ হবে কি? জাজাকাল্লাহ খাইরান।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, কোন এতিমখানায় আপনার কোন বন্ধুন তত্ত্বাবধানে আকীকা দিতে পারবেন।