আস-সালামু আলাইকুম। বিয়ের মহরানা ঠিক হয় ৪৯৯৯৯৯ টাকায়। কন্যার বাবা ছেলেকে কাপড় কেনা বাবদ দেয় ৫০০০০ টাকা। ছেলে সেই টাকায় ১টি চেন ১টি আংটি মহরানা বাবদ ৫০০০০টাকা কাবিনে পরিশোধ দেখায় আর বাকিটা বাকি থাকে। মেয়ে পক্ষ বিয়ের পরে এসব জানতে পারে। এখন প্রশ্ন হল বিয়েটা কি শরিয়ত মোতাবেক সম্পন্ন হল? নাকি হারাম থেকে গেল? ছেলে বলে আমাকে দেয়া গিফটের টাকা সেটা তো আমারিই হল। আমার টাকা দিয়েই চেন আংটি দিলাম। বাকীটা যখন সামর্থ্য হবে দিয়ে দেব। বিয়েটাকি বৈধ হল? এখন ২টি বাচ্চা আছে।