আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6296

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 26 এপ্রিল 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম, মুসলিম যদি অমুসলিম এর চেয়েও অত্যাচারী হয়ে যায় তখন মাসলা কি? আর সে মুসলিম যদি হয় পরিবার সদস্য। ছেলে, মেয়ে, স্বামী সবাই যখন দিনের পর দিন বছরের পর বছর ৩ যুগ ধরে অত্যাচার করে যায়, তখন একজন মায়ের আসলে কি করণীয়? যেখানে সন্তানের ভয়ে ভয়ে মার বুক দুরুদুরু কাঁপতে থাকে,যেখানে সন্তানের থেকে নিরাপত্তা স্বামীর কাছে পায়না আবার স্বামীর থেকে আতংকে সন্তানকে পাশে পায় না।সবাই আছে পাশে কিন্তু কেউ নেই।যেখানে সন্তান ই অন্যের কথায় কিংবা নিজেই সারাদিন মায়ের পিছে লেগে থাকে মিথ্যা অপবাদ দেয়।হিদায়াতের দুয়া বছরের পর বছর করা হয়েছে।এমতাবস্থায় কি এমন দুয়া করা যায় যেখানে আত্মীয় সম্পর্ক ছিন্নের দুয়াও হয়না কিন্তু উপযুক্ত দুয়া হয়।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এমন মায়ের উপর আল্লাহ দয়া করুন। ধের্যের সাথে দুআ করতে হবে। কুরআনের এই দুয়া ‍দুটি বেশী বেশী পড়বেন। رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ এবং رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا