আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6288

গুনাহ

প্রকাশকাল: 18 এপ্রিল 2023

প্রশ্ন

টাখনুর উপর প্যান্ট পড়া কি ফরজ নাকি ওয়াজিব নাকি সুন্নাহ? টাখনুর নিচে পরলে কি গুনাহ হবে? আমার প্যান্ট গুলো লম্বা হওয়ায় আমি সব সময় মুড়িয়ে পড়ি টাখনুর উপরে, এতে কি সমস্যা হবে নাকি আমার প্যান্ট কেটে পরতে হবে? হাদিস কি বলে এই ক্ষেত্রে?

উত্তর

টাখনুর নীচে প্যান্ট পরা হারাম। নীচে পরলে অবশ্যই গুনাহ হবে। লম্বা হলে গুটিয়ে রাখলেও চলবে। তবে প্যান্ট বানানোর সময় ছোট করে বানাতে হবে, যাতে করে টাখনুর উপরে থাকে।কারণ লম্বা থাকলে যে কোন সময় টাখনুর নীচে চলে যাওয়ার সম্ভাবনা থাকে। عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ : مَا أَسْفَلَ مِنَ الْكَعْبَيْنِ مِنَ الإِزَارِ فَفِي النَّارِ অর্থ: আবু হুরায়রা রা. নবী সা. থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, পরিধেয় বস্ত্রের যে অংশটুকু টাখনুর নিচে থাকবে সেই অংশটুকু জাহান্নামে থাকবে। সহীহ বুখারী, হাদীস নং ৫৭৮৭।