আস-সালামু আলাইকুম শায়েখ, আমাদের এখানে সাহরি সময় মাইকে ডাকাডাকি করা হয়।এবং সাহরি সময় শেষ এই কথা বলার ১ মিনিট পর বা তার কিছু সময় পর আযান দেয়। এখন প্রশ্ন হল সাহরির সময় শেষ এই কথা বলা পর যে কিছু সময় পর আযান দেয় সেই সময়ের মধ্যে কেউ কিছু খেতে পারবে।
উত্তর
ওয়া আলাইকুমুস সালাম। না, সাহরীর সময় শেষ হওয়ার পর কিছু খাওয়া যাবে না। তবে মসজিদগুলোতে রমাজানে অনেক সময়ই তড়িঘড়ি করে আযান দেয়া হয়। তাই সুবহে সাদিক কখন উদিত হয় সেটা পঞ্জিকার মাধ্যমে জেনে নিবেন। সুবহে সাদিক উদিত হলে আর খাওয়া যাবে না।