আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6267

মসজিদ

প্রকাশকাল: 28 মার্চ 2023

প্রশ্ন

পিরিয়ড হলে মহিলারা কি মাসজিদে যেতে পারে, আমি প্রবাসে থাকি, আমরা এখানে রোজার সময় মাসজিদে যাই, অনেক মহিলা আছে পিরিয়ড চলা সময়ও যায় মাসজিদে, নামাজ আদায় করে না। মাসজিদ এর ভিতর বসে ইফতার করে, তারা বলে বুখারী শরীফে আছে মা আয়েশা না কি পিরিয়ড চলা সময় হজ্জ করেছিল, কোরআন ও হাদিস থেকে জানতে চাই।

উত্তর

একটি হাদীসের একটি অংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, فَإِنِّي لَا أُحِلُّ الْمَسْجِدَ لِحَائِضٍ وَلَا جُنُبٍ কারণ ঋতুবতী মহিলা ও নাপাক ব্যক্তির জন্য মাসজিদে যাতায়াত আমি হালাল মনে করি না। সুনানু আবু দাউদ, হাদীস নং ২৩২। হাদীসটি হাসান। عَنْ عَائِشَةَ قَالَتْ قَالَ لِى رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « نَاوِلِينِى الْخُمْرَةَ مِنَ الْمَسْجِدِ ». قَالَتْ فَقُلْتُ إِنِّى حَائِضٌ. فَقَالَ « إِنَّ حَيْضَتَكِ لَيْسَتْ فِى يَدِكِ ».  আয়িশাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে বললেনঃ মাসজিদ থেকে চাটাইটি তুলে আমাকে এনে দাও। আমি বললাম, আমি তো হায়েজ গ্রস্ত। তিনি বললেনঃ তোমার হায়েযের নাপাকী তো আর তোমার হাতে লেগে নেই। সহীহ মুসলিম, হাদীস নং ২৯৯। এই হাদীস থেকে স্পষ্ট বুঝা যাচ্ছে যে, আয়েশা রা. জানতেন যে, হায়েজ বা পিরিয়ড হয়েছে এমন মহিলা মাসজিদে যেতে পারবেন সুতরাং পিরিয়ড অবস্থায় মাসজিদে প্রবেশ করা, অবস্থান করা যাবে না। পিরিয়ড অবস্থায় আয়েশা রা. হজ্জ করেছেন, এটা বারোয়াট কথা, হাদীসে নেই। আরও বিস্তারিত জানতে