আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6266

রমযান

প্রকাশকাল: 27 মার্চ 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। সাহরী ও ইফতারের সময়সূচীতে লেখা থাকে যে রহমতের ১০ দিন, মাগফেরাতের ১০ দিন, নাজাতের ১০ দিন। এগুলো কেন লেখা হয়? এগুলো কি কুরআন ও হাদীস দ্বারা প্রমাণিত।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এটা হাদীসের কথা। একেবারে বানোয়াট না। তবে হাদীসটি দূর্বল। হাদীসটির মূল পাঠ হলো” وَهُوَ شَهْرٌ أَوَّلُهُ رَحْمَةٌ ، وَأَوْسَطُهُ مَغْفِرَةٌ ، وَآخِرُهُ عِتْقٌ مِنَ النَّارِ অর্থ: রমাজানের প্রথম অংশ রহমত, মাঝের অংশ মাগিরাত এবং শেষের অংশ জাহান্নাম থেকে মুক্তি। সহীহ ইবনে খুজায়মা, হাদীস নং ১৮৮৭; শুয়াবুল ঈমান, হাদীস নং ৩৩৩৬। উক্ত হাদীসে আলী ইবনে জায়েদ ইবন জাদয়ান নামে একজন রাবী আছে। আল্লামা জাহাবী, ইমাম দারা কুতনী, ইমাম আহমাদসহ অন্যান্য মুহাদ্দিসগণ তাকে দূর্বল বলেছেন। শায়খ আলবানী রহ. হাদীসটিকে দুর্বল বলেছেন। সিলসিলাতুয যয়ীফাহ, হাদীস নং ৮৭১ ।