আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6265

বিবাহ-তালাক

প্রকাশকাল: 26 মার্চ 2023

প্রশ্ন

আস-সালামু ওয়ালাইকুম। আমি আমার স্ত্রীকে বহুবার বুঝাবার চেষ্টা করেও ব্যর্ত হয়ে তালাক দেই। আমি যখন তালাক দেই তখন তাকে সরাসরি না দিয়ে তার পিতাকে বলি আপনার মেয়েকে তালাক। তার বাবার কাছে তালাক দিয়েছি কারন তারা আমার সংসারটাকে বেশি নষ্ট করছে তাই তাদের প্রতি রাগটা ছিল বেশি। এখন তালাক দেয়ার সময়ে আঃ রাজ্জাক বিন ইউসুফের একটা ওয়াজে শুনেছিলাম একবারে অনেকবার তালাক দিলেও একবারই হয়, তিনবারে তিন তালাক দিতে হয় তাই আমি বেশি ভয় দেখানোর জন্য তিনটা একসাথে দিয়েছি, আমার উদ্যেশ্য পুরোপুরি সম্পর্ক ছিন্ন করা ছিল না। যখন আমি তালাক দেই তখন সে অপবিত্রও ছিল। পরে আমি জানতে পারি একসাথে তিন তালাক দিলে তিন তালাক হয়ে যায়।। তাই এখন আমি দ্বিধাদ্বন্দ্বে আছি। আমি বুঝতে পারছি না আমার তালাক দেয়া হয়েছে কিনা আর হলেও কয়টি তালাক হয়েছে। অনুগ্রহ করে জানাবেন আল্লাহর হুকুমে যা আছে তাই করতে হবে।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। চার মাজহাবের আলেমগণ এই ব্যাপারে একমত যে, এক সাথে তিন তালাক দিলে তিন তালাক কার্যকর হয়ে যাবে। তবে সুন্নাত হলো তিন তহুরে তিন তালাক দেয়া। আরা ভালো হলো যে,শুধু এক তালাক দিয়ে তাকে আর ফিরিয়ে না নেয়া। শুধু একজনের কথা শুনে এরকম বড় সিদ্ধান্ত নিতে হয় না। দলীলসহ বিস্তারিত জানতে দেখুন আমাদের দেয়া 5875 প্রশ্নের উত্তর।