আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6261

নামায

প্রকাশকাল: 22 মার্চ 2023

প্রশ্ন

বাংলাদেশে ফজরের নামায মাসজিদে দেরিতে পড়ে। আহলে হাদীস ভাইরা বলে টাইমলি বাসায় পড়া উত্তম। সঠিক উত্তর দিবেন।

উত্তর

ফরজ নামায জামাতের সাথে পড়তে হবে। মসজিদে জামাত সময়ের মধ্যেই হয়। ফজরের নামায কখন পড়া উত্তম, এই নিয়ে ফকীহদের মধ্যে মতভেদ আছে। কেউ বলেন, অন্ধকার থাকতে। অনেকের মতে একটু ফর্সা হওয়ার পর। যখনই পড়েন সেটা সময় মতই পড়া হয়। ফজরের সময় থাকে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত। সুতরাং একটু দেরী করে জামাতেপড়ার চেয়ে বাসায় পড়া উত্তম বলা মূর্খতা।