আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6259

সুদ-ঘুষ

প্রকাশকাল: 20 মার্চ 2023

প্রশ্ন

বিকাশ, রকেট, নগদ ইত্যাদিতে টাকা জমা রাখা বা টাকা লেন-দেন করা কি জায়েজ?

উত্তর

প্রয়োজনে লেনদেন করা যাবে,তবে টাকা জমা রেখে সেখান থেকে কোন লাভ নেয়া যাবে না। কারণ এগুলো সুদ ভিত্তিক প্রতিষ্ঠান, লাভটা সুদ হিসেবে গণ্য।