আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6257

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 18 মার্চ 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ প্রিয় শায়েখ, আশা করি আল্লাহর ইচ্ছায় ভালো আছেন। আমি মোঃ রাশেদুল ইসলাম, সংযুক্ত আরব আমিরাত থেকে। প্রায় দু’বছর হলো আল্লাহর ইচ্ছায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি আলহামদুলিল্লাহ। আমার স্ত্রী একজন জেনারেল শিক্ষিতা খাছ পর্দাশীল আল্লাহ ওয়ালী মেয়ে। আমার প্রথম সন্তান হওয়ার সময় বিবির প্রেগনেন্সি থেকে শুরু করে যথা সম্ভব চেষ্টা করেছি হসপিটাল এড়িয়ে চলতে।

তারপরও একেবারে শেষ পর্যায়ে প্রায় দশ মাস পনের অথবা বিশ দিন পূর্ণ হওয়ার পর কিছু সমস্যার কারণে ডাক্তারের স্মরনাপন্ন হই। ডাঃ পরামর্শ দিলেন জরুরি সিজার করতে হবে। বেশ কয়েকজন মুফতি সাহেবের সাথে পরামর্শ করে একাধিক হসপিটালে নিয়ে গেলে সবাই একই কথা বলছিলেন। বিবির একেবারে অনিচ্ছা সত্ত্বেও সিজার করিয়েছি (প্রায় পর্দার সাথে নিজেদের পরিচিত ডাঃ এর মাধ্যমে,তবে মনে হয় পুরোপুরি না)।

ডাঃ বলেছেন আর সন্তান না নিলে ভালো হয়! এখন বিবির বক্তব্য হলো, আমি একবার বেপর্দা হয়েছি, আমার দ্বারা দ্বিতীয় বার বেপর্দা হওয়া একেবারেই সম্ভব নয়। আমি আল্লাহকে নারাজ করে কাউকে খুশি করতে পারবো না। তাই বিবি বলেছেন আপনি একজন মুফতি সাহেবের সাথে আলোচনা করুন, এখন আমাদের করনীয় কি। যেহেতু ইসলামে জন্মনিয়ন্ত্রণ হারাম আবার আমাদেরও এই অবস্থা। তাই দয়া করে প্রিয় শায়েখের পক্ষ থেকে এর শরয়ঈ সমাধান আশা করছি। আল্লাহ তাআলা আপনার ইলমে, হায়াতে বারাকাহ দান করুন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। অভিজ্ঞ ধার্মিক কোন চিকিৎসক যদি আপনার স্ত্রীর স্বাস্থের বড় ধরণের সমস্যার সন্তান ধারণ করতে নিষেধ করেন তাহলে সে পরামর্শ মেনে চলতে অসুবিধা নেই। অনেক মহিলারই সন্তান ধারণ করতে চরম জীবনের ঝুঁকি থাকে, সেরকম হলে জীবনের ঝুঁকি নেয়ার প্রয়োজন নেই। তবে স্বাভাবিক ছোট-খাটো সমস্যা হলে সন্তান না নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করবেন না।