আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6251

জায়েয

প্রকাশকাল: 12 মার্চ 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি একটি কলেজে ইন্টারমিডিয়েট পড়ছি। আমার ব্যবসায়ি পরিবার। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের আয়ের একটি উত্তম ব্যবস্থা করেছেন; কিন্তু আমি জানতে পেরেছি যে আমাদের ব্যবসায়ের সাথে একটি জঘন্যতম হারামের সংশ্লিষ্টতা রয়েছে; আমি পরিবারের সাথে এ নিয়ে কথা বলায় তারা বিষয়টি স্বীকার করতে নারাজ; এমতাবস্থায় আমার কি করনীয়? আমি কি আমার পরিবার ত্যাগ করব নতুবা সহ্য করে যাবো?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ। পবিবার ত্যাগ করে কোথায় যাবেন? পরিবার ত্যাগ করার প্রয়োজন নেই। যে হারাম রয়েছে সেটা বন্ধ করার ব্যবস্থা করুন। একবারে যদি নাও পারেন,ধীরে ধীরে তাদের বুঝিয়ে হারামটাকে হালাল করার চেষ্টা করুন। যদি কোনভাবেই না পারেন তাহলে আলাদা আয় রোজগারের ব্যবস্থা করুন।