ওয়া আলাইকুমুস সালাম।শবে বরাত, কদর, মেরাস সবগুলোর হুকুম এক নয়। নিচে সংক্ষেপে আলোচনা কর হলো:
১। শবে বরাত। হাদীসে লায়লাতুন নিসফি মিন শাবান বলে উল্লেখ করা হয়েছে। এই রাতের বিশেষ মর্যাদা আছে বলে সহীহ হাদীসে উল্লেখ আছে। কোন ইবাদতের কথা সহীহ হাদীছে উল্লেখ নেই তবে যয়ীফ হাদীসে উল্লেখ আছে। ২। শবে কদর। কুরআনে ও সহীহ হাদীসে লায়লাতুল কদর বলে উল্লেখ আছে। এই রাতে জেগে থেকে ইবাদত করা সওয়াবের কাজ। ৩। শবে মেরাজ। রাসূলুল্লাহ সা. এর মেরাজ হয়েছে। তবে কবে হয়েছে তা অজানা। সুতরাং এই দিনের কোন ভিত্তি নেই। সবগুলো বিষয়ে দলীলসহ বিস্তারিত জানতে দেখুন ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর রহ. রচিত খুতবাতুল ইসলাম বইটি।