আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6240

সুন্নাত

প্রকাশকাল: 1 মার্চ 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম সম্মানিত মুফতি সাহেবের নিকট আমার প্রশ্ন হলো আমি হেদায়া চতুর্থ খন্ডে মুসাফাহা সম্পর্কে পড়েছি قال عليه الصلاة والسلام :{من صافح أخاه المسلم ، وحرك يده ، تناثرت عنه ذنوبه} এই হাদিস টি, যেখানে মুসাফাহার পর হাত নাড়াচাড়া করার কথা আছে কিন্তু সেই দিন এক আলেম বলতেছেন মুসাফাহার পর হাত ঝুকানো, নাড়াচাড়া করা যাবে না, দলিলসহ জানিয়ে উপকৃত করবেন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। وحرك يده ( হাত নাড়াবে) এই শব্দটুকু হাদীসের কিতাবের হাদীসগুলোতে পাওয়া যায় না। হাদীসের কিতাবে হাদীসটি এভাবে আছেإن المؤمن إذا لقي المؤمن فسلم عليه، وأخذ بيده، فصافحه، تناثرت خطاياهما، كما يتناثر ورق الشجر আলমু’জামুল আওসাত, হাদীস নং ২৪৫। সুনানু আবু দাউদে আছে এভাবে ما من مسلمين يلتقيان، فيتصافحان، إلا غفر لهما قبل أن يفترقا”  হাদীস নং ৫২১২। এই দুটি হাদীস গ্রহনযোগ্য। এখানে গোনাহ মাফের জন্য হাত নাড়ানো শর্ত করা হয় নি। সুতরাং হাদীসে যেহেতু হাত নাড়ানোর কথা বলা হয় নি, সুতরাং হাত নাড়ানোর প্রয়োজন নেই।