আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6237

আকীকা

প্রকাশকাল: 26 ফেব্রু. 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়াবারকাতুহু স্যার আমাদের একটা গরু আমরা কুরবানির ঈদের দিন আকীকা নিয়্যাত করে জবেহ করি এবং আমার পরিবারের যাদের আকীকা বাদ ছিল তাদের নামে সেদিন সেটা দেয়া হয়। এখন শুনতে পারি যে ঈদুল আজহা র দিনে নাকি আকীকা করা উচিত নয়। এখন আমার প্রশ্ন হল তাহলে কি আমাদের আবার আকীকা করতে হবে? তাহলে ওইদিন যেটা করেছিলাম সেটা কি হবে? আর আমার বাবা মারা গেছেন উনার আকীকা হয় নি এখন কি সেটা করা যাবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আকীকা জন্মের ৭ম দিনে সুন্নাত। পরে যে কোন সময় করা জায়েজ। কুরবানীর দিনেও জায়েজ। এখন আর কিছু করতে হবে না। মারা যাওয়া মানুষের আকীকা নিস্প্রয়োজন। রাসূলুল্লাহ সা. বলেছেন,كُلُّ غُلاَمٍ رَهِينَةٌ بِعَقِيقَتِهِ تُذْبَحُ عَنْهُ يَوْمَ سَابِعِهِ وَيُحْلَقُ وَيُسَمَّى প্রতিটি শিশু আকীকার বন্ধনে জড়িত, জন্মের সপ্তম দিনে তার পক্ষ থেকে জবেহ করতে হবে, তার চুল কাটতে হবে এবং নাম রাখতে হবে। সুনানু তিরমিযি, হাদীস নং ১৭৮৩। হাদীসটি সহীহ। তবে মারা যাওয়া মানুষের জন্য যতটা সম্ভব দান সদকা করতে হবে।