আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6234

বিবাহ-তালাক

প্রকাশকাল: 23 ফেব্রু. 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম শাইখ, আমি জানতে চাই কোন মহিলার স্বামী চাকুরীর সুবাদে ৬ মাস স্ত্রী থেকে দূরে থাকে। সেক্ষেত্রে এই দূরত্বের জন্য তাদের বিবাহ বাতিল হবে কি না? বা এই ব্যাপারে ইসলাম কি বলে? একজন স্বামী তার স্ত্রী থেকে সর্বোচ্চ কতদিন দূরে থাকতে পারবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, বিবাহ বাতিল হবে না। স্বামী ওযরের কারনে বা নিজের অথবা পরিবারের ফরজ (জিবিকা উপার্জন) আদায়ের জন্য স্ত্রী থেকে দীর্ঘ সময় দূরে থাকলে পাপী বা শাস্তির যোগ্য অপরাধী বলে গণ্য হবে না। আর ওযর বা কোন ফরজ আদায়ের জন্য যদি না হয় তাহলে স্ত্রীর থেকে অনুমতি নিতে হবে, অনুমতি দিলে দীর্ঘ সময় দুরে থাকা যাবে। অন্যথায় দীর্ঘ সময় দুরে থাকার কারনে স্ত্রীর হক্ব নষ্টকারী হিসাবে পাপী ও শাস্তিযোগ্য অপরাধী বলে গণ্য হবে। আর স্ত্রীর অনুমতি ছাড়া ৪/৬ মাস দুরে থাকা যাবে। عن بن عمر قال : خرج عمر بن الخطاب رضي الله عنه من الليل فسمع امرأة تقول تطاول هذا الليل واسود جانبه وأرقني أن لا حبيب ألاعبه فقال عمر بن الخطاب رضي الله عنه لحفصة بنت عمر رضي الله عنها كم أكثر ما تصبر المرأة عن زوجها فقالت ستة أو أربعة أشهر فقال عمر رضي الله عنه لا أحبس الجيش أكثر من هذا   ওমর (রা:) তার মেয়ে হাফসাকে (রা:) জিজ্ঞাসা করলেন মেয়েরা সর্বোচ্চ কতদিন স্বামী থেকে দুরে থাকতে পারে? তখন হাফসা (রা:) বললেন ৪/৬ মাস, উমর (রা:) বললেন, আমি কাউকে ৪/৬ মাসের বেশী সেনাবাহিনীতে আটকিয়ে রাখবনা। (বায়হাক্বী, সুনান, হাদীস নং ১৭৬২৮) তবে সর্বাবস্থা স্ত্রীকে বুঝিয়ে অনুমতি নিয়ে যাওয়া ভালো।