আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6228

বিবাহ-তালাক

প্রকাশকাল: 17 ফেব্রু. 2023

প্রশ্ন

রেকর্ড করে রাখা কবুল সাক্ষীকে শুনালে সেই বিয়ে সম্পন্ন হবে কি না? আমার এক বন্ধু তার সম্পর্ক যেনো হারাম না হয়, সে জন্য একটা মেয়েকে বিয়ে করেছে। কিন্তু, সেটা মুখে মুখে। তারা মোবাইল-ফোনে নিজেরাই ইজাব ও কবুল বলেছে। এবং তা রেকোর্ড করে রেখে পরবর্তীতে আমাদের ২জনকে শুনিয়েছে। এভাবে নাকি তার বিয়ে হয়ে গিয়েছে। আদৌও এভাবে বিয়ে হয় কি না? নাকি সাক্ষীকে একই মজলিশে উপস্থিত থাকা বাধ্যতামূলক, শায়েখের কাছ থেকে জানতে চাই।

উত্তর

না, এভাবে বিয়ে হবে না। ইজাব-কবুলের সময় সাক্ষী থাকতে হবে। সাক্ষী ছাড়া ইজাব কবুলের কোন মূল্য নেই। এমনটা করলে ব্যভিচার হিসেবে গণ্য হবে। সাক্ষীদের উপস্থিতিতে ইজাব কবুল হতে হবে।