আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6216

অর্থনৈতিক

প্রকাশকাল: 5 ফেব্রু. 2023

প্রশ্ন

আমি যদি রফাদুল ইয়াদাইন না করি অথবা যখন ইমাম জোরে কেরাত পড়েন তখন যদি আমি চুপ থাকি এবং ইমামের সাথে সুরা ফাতেহা না পড়ি তাহলে কি আমার নামাজ হবে?

উত্তর

জ্বী, নামায হবে। বহু ফকীহ ও ইমামের অভিমত এভাবেই নামায আদায় করতে হবে।