আস-সালামু আলাইকুম। ১। কাপড় পাক হওয়ার জন্য নাকি তিন বার পানি দিয়ে ধুতে হয়। কিন্তু কিছুদিন আগে এক মাহতারাম বললেন যে তিন বার ধোয়া আবশ্যক নয় যদি নাপাকি দেখা না যায়। বিষয়টি বিস্তারিত বললে ভালো হতো।
২। যেই কাপড়ে নাপাকি লাগেনি কিন্তু এমনি ময়লা হয়েছে সেগুলো ধোয়ার ক্ষেত্রে কি নিয়মে ধুতে হবে?? দয়া করে জানাবেন।