আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6215

অর্থনৈতিক

প্রকাশকাল: 4 ফেব্রু. 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। ১। কাপড় পাক হওয়ার জন্য নাকি তিন বার পানি দিয়ে ধুতে হয়। কিন্তু কিছুদিন আগে এক মাহতারাম বললেন যে তিন বার ধোয়া আবশ্যক নয় যদি নাপাকি দেখা না যায়। বিষয়টি বিস্তারিত বললে ভালো হতো।

২। যেই কাপড়ে নাপাকি লাগেনি কিন্তু এমনি ময়লা হয়েছে সেগুলো ধোয়ার ক্ষেত্রে কি নিয়মে ধুতে হবে?? দয়া করে জানাবেন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ১। কাপড়ে যদি নাপাকি লাগে তাহলে এভাবে ধুতে হবে যে, ধৌতকারী নিশ্চিত হবে নাপাকী আর নেই। যদি তিন বার ধোয়ার পরও নিশ্চিত না হয়, তাহলে আরো ধুতে হবে, যতক্ষন না সে নিশ্চিত হয় যে, কাপড়টি পবিত্র হয়ে গেছে। যদি একবার বা দুই বার ধোয়ার পর নিশ্চিত হয় যে, নাপাকী আর নেই, তাহলে তিনবার ধোয়া আবশ্যক না। তবে একবার বা দুই বার ধোয়ার পর কাপড়ে নাপাকী না থাকার ব্যাপারে নিশ্চিত হলেও তিন বারে ধোয়া সুন্নাত। ২। এখান পবিত্র করার কোন বিধান নেই, নিয়ম নেই। ভালোভাবে পরিস্কার করার জন্য যা করার তার করবেন।