আমি পেশায় একজন সেলসম্যান বা নির্ধারিত বেতনে বিক্রয়কর্মী। আমি কোম্পানির মালামাল দর করে বাহিরে নিয়ে যদি বেশি দামে বিক্রি করি তা বাড়তি টাকা কোম্পানি কে না দিয়ে নিজে রেখে দিয় তা কি হারাম হবে? উদাহরণ কোম্পানি থেকে ১০০০ টাকা বলে একটা মাল নিয়ে কাস্টমার এর কাছে ১২০০ টাকা বিক্রি করলাম। কোম্পানি কে দিলাম ১০০০ টাকা।