আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6206

গুনাহ

প্রকাশকাল: 26 জানু. 2023

প্রশ্ন

আমি কিছু ব্যক্তির অল্প পরিমাণে হক মেরেছি। এখন যদি তার সমতুল্য পরিমান টাকা তার বিকাশ, রকেট বা অন্য মাধ্যমে গোপনে তার নিকট পাঠিয়ে দিয়। এতে কি আমার গুনাহ মাফ হবে?

উত্তর

জ্বী, মাফ হবে। তবে সে যেন জানতে পারে যে, এটা তার টাকা, সে ব্যবহার করতে পারবে। অন্যথায় সে মনে করতে পারে যে, অন্য কারো টাকা তার বিকাশে এসেছে। যে কোন ভাবে তাকে এটা জানাতে হবে।