আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6203

হালাল হারাম

প্রকাশকাল: 23 জানু. 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু, আজ কালকে অনেকেই ফেসবুকের মাধ্যমে বিভিন্ন পণ্য সামগ্রী বিক্রি করে থাকেন আমাদের দেশে সবচেয়ে বেশি জনপ্রিয় হলো কাপড় এবং কসমেটিক সামগ্রী। এক্ষেত্রে দেখা যায় যে মহিলারা ফেসবুক লাইভে এসে বিভিন্ন পণ্যের প্রচার করে থাকেন এই ব্যবসা কি হালাল নাকি হারাম? যদি এই ব্যবসা হালাল হয় তাহলে,কোন মহিলা যদি ক্যামেরার পিছনে থেকে কথা বলে নিজের চেহারা না দেখিয়ে পণ্যের প্রচার করেন এক্ষেত্রে কী তার পর্দার বরখেলাফ হবে বা গুনাহ হওয়ার সম্ভাবনা আছে কিনা?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ব্যবসা হালাল। মহিলাদের লাইভে আসা, উন্মুক্ত এমন ব্যবসা পর্দা রক্ষার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ। পর্দার পিছনে থেকে কথা বলা না জায়েজ নয়, তবে বিকল্প পন্থা খুঁজে বের করা উত্তম। যেমন, পণ্যের বিস্তারিত লিখে দেওয়া যেতে পারে। যদি রোজগারের বিকল্প উৎস থাকে তাহলে মহিলাদের এমন উন্মুক্ত ব্যবসা থেকে বিরত থাকা উচিৎ।