আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6199

হালাল হারাম

প্রকাশকাল: 19 জানু. 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম ওয়ারাহ মাতুল্লাহি ওয়াবা রকাতুহ. শাইখ আমার একটা প্রশ্ন ছিলো। আমাদের এলাকায় একটা ক্রিকেট টুর্নামেন্ট হয়েছিলো সেখানে এলাকার মান্যগণ্য লোকদের কাছ থেকে টাকা নিয়ে এবং প্রতি দলের দেওয়া টাকা থেকে পুরো টুর্নামেন্টটি পরিচালনা করা হয়েছিল। আমাকে সেখানে খেলার রান লিখার দায়িত্ব দেওয়া হয়েছিল । আমার ইচ্ছা না থাকা সত্বেও রান লিখেছিলাম পুরো খেলার। এরপর আমাকে একটি গেঞ্জি এবং কিছু খাবার আর সাথে কিছু টাকা দেওয়া হয়েছিল। এই টাকা, গেঞ্জি আর খাওয়া কি আমার জন্য হারাম হবে নাকি হালাল হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এগুলো নেওয়া আপনার জন্য হালাল হয় নি। এই ধরণের খেলাধুলোর অনুমতি নেই।