আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6196

পবিত্রতা

প্রকাশকাল: 16 জানু. 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। আমি একজন শিক্ষার্থী। আমার কলেজ আমার বাড়ি থেকে ৪৫ মিনিটির দুরত্ব। জামাতে নামাজ পড়ার গুরুত্ব তো অপরিসীম। আমার প্রশ্ন হলো যদি আমার পেন্টে প্রস্রাব এর ফোটা পড়ে, আমিতো ঐ পোশাকে নামায পড়তে পারবনা। আবার যদি না পড়ি, তাহলে নামাজ কাযা হয়ে যাবে। আমার কী করা উচিত।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। কলেজেরে দূরত্বের কারণে যদি যদি নামায কাযা হওয়ার সম্ভাবনা থাকে তাহলে ঐ কলেজে পড়া যাবে না। এমন কলেজে পড়বেন যেখান নামায কাজা হওয়ার সম্ভাবনা নেই। আর যদি ঐ কলেজে পড়তে চান তাহলে প্রয়োজনীয় পবিত্র কাপড় সঙ্গে ব্যাগে করে নিয়ে যাবেন। কোন পরিস্থিতিতেই নিয়মিত নামায কাযা করা চলবে না।