আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6194

বিবিধ

প্রকাশকাল: 14 জানু. 2023

প্রশ্ন

আস-সালামুয়ালাইকুম শায়েখ। আমি একজন কলেজ শিক্ষার্থী। আমি কমার্স নিয়ে পড়াশুনা করছি। সম্প্রতি ইসলামিক লেকচার শুনে ও কিছু বই পড়ে আমি ইসলাম প্রেকটিস করার চেষ্টা করছি। শায়েখ আপনার কাছে আমার প্রশ্ন হলো আমি কিভাবে দ্বীনের খেদমত করতে পারি। আমার কি জেনারেল পড়াশুনা ছেড়ে দেয়া উচিৎ। কারণ আমি যেই বিষয় নিয়ে পড়ছি এর পুরটাই সুদভিত্তিক পড়াশুনা। শায়েখ জানলে খুবি উপকৃত হতাম

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। কর্মজীবনে যদি এই পড়াশোনার মাধ্যমে হালাল উপার্জন না করতে পারেন তাহলে এই পড়াশোনা ছেড়ে দিন। অন্য কোন বিষয়ে পড়াশোনা করুন। প্রথমত আপনি নিজে ভালোভাবে দ্বীন জানার এবং মানার চেষ্টা করুন। এরপর পরিচিতজনরা ইসলামের মৌলিক বিষয়গুলো যেন মেনে চলে, এটা তাদেরকে তাদের মতো করে বলতে থাকুন, বুঝাতে থাকুন।