আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6190

অর্থনৈতিক

প্রকাশকাল: 10 জানু. 2023

প্রশ্ন

আসসালামু আলাইকুম আমি মসজিদে যাওয়ার পর যদি ইমামকে রুকুতে দেখি তখন আমার করণীয় কি? আমি কি হাত বেধে সানা পড়ে তারপর রুকুতে যাবো নাকি শুধু তাকবির দিয়ে হাত না বেধে রুকুতে যাবো?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। তাহরীমার তাকবির দেয়ার পর রুকুর তাকবীর দিয়ে রুকুতে যাবেন। হাত বাঁধা আবশ্যক নয়, সময় না থাকলে বাঁধবেন না। ছানা পড়বেন না।