আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 618

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 9 অক্টো. 2007

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ রেজাউল করিম মাসুম,
আমি ইউনিভার্সিটি তে চারুকলায় পড়ালেখা করেছি, ছবি আঁকা গুনার কাজ যে দিন থেকে ভাল ভাবে বুজতে পারি সে থেকে প্রাণী এবং মানুষের ছবি আঁকা ছেড়ে দিয়েছি । এখন আমি চাকরি করি গ্রাফিক ডিজাইন এ, আমি ইসলাম মেনে চলার চেষ্টা করছি, ইসলাম এর নিয়ম কানুন গুলো আমার মত পাপী র পক্ষে যতটুকু মানা সম্বভ চেষ্টা করছি । কিন্তু চাকরি আর ডিজাইন শিখার কারনে মানুষ সহ বিভিন্ন ধরনের ছবি এডিট করে ডিজাইন করতে হয়, এই বিষয়টি ইদানিং আমাকে বেশি ভাবাচ্ছে, এতে কি আমি গুনাগার হবো? আমি কারো কাছে শেয়ার ও করতে পারছি না যেহেতু আমার জীবিকা এইটা দিয়ে। আমি যেহেতু ডিজাইন এ জব করি সে ক্ষেত্রে আমার করণীয় কি হবে? মেহেরবানী করে যদি কোন পরামসশ দিতেন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনি যতদ্রুত সম্ভব এই পেশা ছেড়ে দিন। কারণ কোন প্রাণীর ছবি কাগজে আসলেই গুনাহ হয় বলে সহীহ হাদীস থেকে প্রতীয়মান হয় আমরা আপনার জন্য দুআ করি যেন আল্লাহ আপনাকে হালালভাবে চলার তাওফীক দেন।