আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6161

হালাল হারাম

প্রকাশকাল: 12 ডিসে. 2022

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। শায়েখ, আমি জানতে চাচ্ছি যে, আমার অনেক সময় রাস্তার পাশের সরকারি জমির বরই গাছের বরই খাই। এটা কী বৈধ হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। সরকারী গাছের ফর খেতে সরকার থেকে কোন নিষেধাজ্ঞা যেহেতু নেই সুতরাং খাওয়া বৈধ হবে।