আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6148

পোশাক পরিচ্ছেদ

প্রকাশকাল: 29 নভে. 2022

প্রশ্ন

আস-সালামু আলাইকুম আমি এবার ইন্টার ১ম বর্ষে। আমাদের কলেজে বায়োমেট্রিক পদ্ধতির মাধ্যমে ফেস আইডি দিয়ে হাজিরা দিতে হয়।এই পদ্ধতিতে কি পর্দার বিধান লঙ্ঘন হয়? আমি কলেজে ভর্তি হওয়ার পর জানতে পারলাম। কিন্তু এখনও ক্লাস করি নি। এই সম্পর্কে বিস্তারিত জানতে চাই।

উত্তর

ওয়অ আলাইকুমুস সালাম। পর্দা রক্ষা করা ফরজ। সুতরাং পর্দা রক্ষা করে যদি পড়াশোনা সম্ভব হয় পড়াশোনা করবেন। আর যদি পড়াশোনা করার জন্য পর্দায় ব্যাঘাত হয় তাহলে এই পড়াশোনা বাদ দেয়া আবশ্যক। ফেস দিয়ে হাজিরা দেয়া হলে যদি আপনার ফেস অন্য কোন পুরুষ দেখার কোন সম্ভাবন থাকে তাহলে এটা জায়েজ হবে না।