আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6142

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 23 নভে. 2022

প্রশ্ন

আস-সালামু আলাইকুম, আমি একটা বিষয় নিয়ে দু:শ্চিতায় ভুগছি। আমি একজন ছাত্র এবং মেসে থাকি পাশাপাশি চাকরি করি। আমি নিয়মিত নামায আদায় করি সময় পেলে জিকির আযগার করি। গতকাল হুট করে আমার রুমমেট আমাকে ডেকে বলল যে তোমার রাতে ঘুমের অসুবিধা হয় কি?

বললাম না উনি বললেন যে তাহলে রাতে ঘুমের মধ্য তুমি কান্না করো + চিৎকার বা গঙরাও কেন আনুমানিক রাত ৩-৪টা? আমি শুনে অনেক অবাক হয়েছি। আমি গুগল করেছিলাম এই বিষয়ে যে শুধু আমি এমন ভুক্তভোগী নাকি আরো অনেকে আছে কারণ এতদিন ছিল না হুট করে ৩/৪দিন ধরে কেন? জানতে পারলাম যে ব্যস্ততা জীবনে নিজেকে সময় দিতে না পাড়া, অতিরিক্ত টেনশন, ঘুমের অনিয়ম, খাবারে অনিয়ম।

আমি এইসবের সাথে সম্পূর্ণ একমত কারণ আমার সাথে এমন হচ্ছে যে টেনশন প্রচুর করছি। কিন্তু আরেকটা বিষয় সেটা হলো, জানুয়ারীর পুরো মাস আমি দ্বীন থেকে হুট করে সরে গিয়েছিলাম শীতের কারণে অলসতা কাজ করছিল নামায আদায় করতাম কিন্তু ২/১টা মিস হতই যার ফলে মনে হচ্ছে মাথায় অনেক কিছু ঘুরপাক খাচ্ছে। রাতের ঘুমের আমল করা হত না নামায হত না।

তো আমি আসলে এইসবকে কারণ হিসেবে মনে করছি যে সম্ভাবত আমি দ্বীন থেকে সরে যাওয়াতে হয়তো আমার সাথে এমন কিছু শয়তান আমার সাথে করছে যাতে পরিপূর্ণ ভাবে সরে যাই। আমি আবার ফিরে আসার চেষ্টা করছি ইন শা আল্লাহ ফিরে আসব। আমাকে কিছু আমল দ্বারা নসিহা দিন যা দ্বারা আমি এই ঘুমের সমস্যা থেকে নিস্তার পেতে পারি।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। দ্বীনের পথ থেকে সরে আসা খুবই ভয়ঙ্কর। সুতরাং আপনি আগের মত ফরজ, ওয়াজিব সুন্নাত আমলগুলো যথা নিয়মে পালন করুন। হারাম-হালাল মেন চলুন। দান-সদকা সাধ্যমত করতে থাকুন। আল্লাহর কাছে দ্বীনের পথে অটুট থাকার জন্য সর্বদা প্রার্থনা করুন।