আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6137

জায়েয

প্রকাশকাল: 18 নভে. 2022

প্রশ্ন

আমি একজন ইউনিভার্সিটির ছাত্র। আমি স্কুল, কলেজে থাকা কালীন বেশ কয়েকবার শয়তানের ওয়াস-ওয়াসায় পরে হারাম সম্পর্কে লিপ্ত হই এবং জীনা পর্যন্ত করে ফেলি (নাউজুবিল্লাহ) এখন আমি আমার ভুল বুঝতে পেরেছি এবং আলহামদুলিল্লাহ ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে এবং প্রতিদিন কুরআন তিলাওয়াত করি এবং ইসলামের সব আদেশ-নিষেধ মেনে চলার চেষ্টা করি। আমার প্রশ্ন হচ্ছে আমি প্রতিনিয়ত আল্লাহর কাছে ক্ষমা চেয়ে যাচ্ছি আমার পাপগুলোর কারনে কিন্তু মাঝে মাঝে মনে হয় আমার এতো বড় গুনাহ যদি আল্লাহ ক্ষমা না করেন কোনো কারনে তাহলে আমার কি হবে!! আমি এই বিষয় নিয়ে খুব চিন্তিত আছি। আর আমি কি মৃত্যু পর্যন্ত এই গুনাহগুলোর জন্য ক্ষমা চেয়ে যাবো আল্লাহর কাছে?

উত্তর

আল্লাহ ইনশআল্লাহ আপনার গুনাহ ক্ষমা করে দিবেন। এভাবে তওবা করে পাপ থেকে ফিরে আসলে আল্লাহ ক্ষমা করে দেন, কুরআনে আল্লহ এ কথা বলেছেন। সুতরাং দুশ্চিন্তা না করে স্বাভাবিক জীবনযাপন করুন। ইসলামের সকল আদেশ নিষেধ যথাযথ পালন করুন। নিয়মিত ইসতিগফার করা( ক্ষমা প্রার্থ না করা) সকল মূ’মিনের একান্ত কর্তব্য। সুতরাং সকল পাপের জন্য নিয়মিত ইসতিগফার করুন।