আমরা জানি ও বিশ্বাস করি, সব অসুখ থেকে মহান আল্লাহ তায়ালা-ই আমাদের সুস্থ করেন, আল্লাহর দয়া ছাড়া আরোগ্য সম্ভব নয়। এক্ষেত্রে, আমরা সাধারণ ভাবে বলে থাকি, “প্যারাসিটামল খেয়ে ভালো হয় নি, পরে এন্টিবায়োটিক খেয়ে ভালো হয়েছে”, এরকম কথা প্রতিনিয়তই বলে থাকি, যদিও মনে বিশ্বাস ঠিকই থাকে যে আল্লাহর ইচ্ছাতেই আরোগ্য লাভ হয়েছে, ডাক্তার-ওষুধ দুনিয়াবী অসীলার বিষয় মাত্র। প্রশ্ন: অনেকেই বলছে ওরকম বলা সম্পূর্ণ ভুল আর গুনাহ এর কাজ, এটি কতটা সঠিক?